শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এক ডাক্তারের সহকারীকে রাস্তায় পেটালেন আরেক ডাক্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
চিকিৎসকের সহকারীকে প্রকাশ্যে মারধরের দৃশ্য
expand
চিকিৎসকের সহকারীকে প্রকাশ্যে মারধরের দৃশ্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চিকিৎসকের সহকারীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। মহিউদ্দিন মৃধা নামের চিকিৎসক এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা ইয়াছিন চৌধুরীকে পাইপ দিয়ে আঘাত করছেন মহিউদ্দিন মৃধা।

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিন মৃধার সহকারী হাসেনা বেগম এবং ইয়াছিন চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার বিকেলে এই বিরোধের জেরে ডায়াগনস্টিক সেন্টারের বাইরে ইয়াছিন চৌধুরীকে মারধর করা হয়।

স্থানীয়রা এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-মাধ্যমে তাকে রক্ষা করা হয়। পুরো ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। ইয়াছিন চৌধুরী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ করেছেন।

“আমার ও আমার পরিবারকে গালিগালাজ করার কারণে মহিউদ্দিন স্যার আগেও আমাকে আঘাত করেছিলেন। সোমবার ডায়াগনস্টিক সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকতে গিয়ে তিনি পাইপ দিয়ে আমাকে মারধর করেন।” – ইয়াছিন চৌধুরী

মহিউদ্দিন মৃধা জানান, ইয়াছিন চৌধুরী তার সহকারীর সঙ্গে ঝগড়া করেছিল এবং মিথ্যা মন্তব্য করায় তিনি নিজেও ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে ঘটানোটি সঠিক ছিল না।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বলেন, “ভিডিওটি দেখা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন