

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলসহ উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন যুবদলের কমিটি ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবীনগর উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিয়ন যুবদলের কার্যক্রম স্থগিত থাকবে।
এ বিষয়ে নবীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল বলেন, আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সে বিষয়ে এখন পর্যন্ত সঠিকভাবে কিছু জানি না।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক কর্মী জানান, নবীনগর উপজেলা যুবদলের একটি বড় অংশ ধানের শীষের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছিল—এ কারণেই কেন্দ্র থেকে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
