শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও অনিয়মের মামলায় তদন্তে সিআইডি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনিয়মের মামলায় তদন্তে সিআইডি
expand
অনিয়মের মামলায় তদন্তে সিআইডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০২৪ সালের ২৭ নভেম্বর বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের পক্ষে মুফতি রহমতুল্লাহ কাসেমী ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন ভূঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম এবং সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম-কে আসামি করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডির ইন্সপেক্টর মো. জাকির হোসেন বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় মামলার বাদী, নির্ধারিত সাক্ষীসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত হয়ে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও হিসাব বিভ্রাটের অভিযোগ তদন্ত কর্মকর্তার সামনে উপস্থাপন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মামলার ৩ নম্বর আসামি ফেরদৌসী বেগমসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং এলাকাবাসীও এসময় উপস্থিত ছিলেন।

মামলার বাদী মুফতি রহমতুল্লাহ কাসেমী বলেন, “আমাদের পরিবার বিদ্যালয়ের ভূমিদাতা হলেও দীর্ঘদিন বিদ্যালয়ে প্রবেশ কিংবা কোনো তথ্য জানা সম্ভব হতো না। ২০২৩ সালে পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাই। বিষয়গুলো সামাজিক ও প্রশাসনিকভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে বিদ্যালয়টিকে অনিয়মমুক্ত করা হোক।”

মামলাটি তদন্ত করছে সিআইডি—এবং তদন্ত শেষে উপযুক্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X