শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল দেখিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
পিস্তল দেখিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি
expand
পিস্তল দেখিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসিতে এসে ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ভিডিওও প্রকাশিত হয়েছে।

এ ঘটনায় বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট একাধিক রাজনৈতিক মামলার আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি দ্বিতীয় স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।

ঘটনার পর প্রথম স্ত্রী লিজা আক্তার জানতে পারেন—দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকছেন এবং তার ভাই শহরের কুমারশীল মোড়ে মিনহাজ ফার্মেসিতে চাকরি করেন। পরে ২৩ নভেম্বর সন্ধ্যায় ওই ফার্মেসিতে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খুঁজতে যান লিজা আক্তার। তাকে না পেয়ে দোকানে থাকা স্টাফদের উদ্দেশ্যে তিনি ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তেই শহরে টক অব দ্য টাউনে পরিণত হয়।

মিনহাজ ফার্মেসির মালিক মো. কাউসার বলেন, “যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে দ্বিতীয় স্ত্রীর ভাইকে খোঁজ করেন। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে ও আমার স্টাফদের হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।” তবে অভিযুক্ত লিজা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X