শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আদমদীঘিতে অবৈধভাবে মজুদ করা চাল জব্দ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা মজুদ করা চাল
expand
আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা মজুদ করা চাল

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে মজুদ খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ-খাদ্য পরিদর্শক রাকিব হাসান বাদী হয়ে ডিলার আব্দুস ছাত্তার সরকারের বিরুদ্ধে মামলা করেন। ডিলার তালশন গ্রামের মৃত খতিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আব্দুস ছাত্তার সরকার ভোক্তাদের জন্য বরাদ্দকৃত চাল না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে পশ্চিমবাজার মসজিদের পাশে টিনশেড গুদামে ১১৫ বস্তা চাল মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

স্থানীয় শাওন নামের একজন ব্যক্তি তালা খুলে দিলে গুদামে মোট ৩.৪৫০ মেট্রিক টন চাল পাওয়া যায় এবং গুদামটি সিলগালা করা হয়।

মামলার বিলম্ব প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান, “দাপ্তরিক কারণে মামলা করতে সময় লেগেছে।”

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, তদন্তের দায়িত্ব উপ-পরিদর্শক ফেরদৌস আলীর কাছে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন