

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে মঙ্গলবার ইসলামী চিন্তাধারাভিত্তিক আটদলীয় জোটের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
তিনি বলেন, “ক্ষমতার লোভে জনগণকে প্রতারিত করে যারা দেশকে বিপর্যস্ত করেছে, হাজারো পরিবারকে কষ্টে ফেলেছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করেছে—তাদের আর বাংলার মাটিতে সুযোগ দেওয়া হবে না। এসব শক্তির উৎখাতের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশের ওপর নানামুখী ষড়যন্ত্র চলছে এবং সে সব প্রতিহত করতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলামপন্থীরা রাষ্ট্রক্ষমতায় এলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবিচার থাকবে না; দেশ সুশাসনের পথে এগিয়ে যাবে।”
বক্তৃতার শেষে তিনি অসুস্থ বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের সুস্থতা কামনা করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি। কুরআনের বর্ণনা অনুযায়ী আমরা আল্লাহর দলে থাকতে চাই। সংস্কারের মাধ্যমে সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা অপসারণ করতে হবে।”
তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সহযোগী শক্তিগুলোর ভূমিকাও পর্যালোচনার দাবি রাখে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আটদলীয় জোটকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষই নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন, “বরিশালের এই সমাবেশ অন্যায়কারীদের অস্বস্তি সৃষ্টি করলেও ন্যায়ের পক্ষে থাকা জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ আটটি সমমনা দলের শীর্ষ নেতারা।
দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সড়ক ও নৌপথে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে যোগ দেন।
সমাবেশকে ঘিরে নিরাপত্তায় ছিল কঠোর অবস্থান। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন দলের স্বেচ্ছাসেবকরাও যান চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিল।
মন্তব্য করুন
