শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে পদযাত্রা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‘ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তর এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে বরগুনার তালতলীতে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পিপীলিকার পাঠশালা, বিডি ক্লিন–তালতলী ও নিদ্রা পর্যটন উদ্যোক্তা কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর সৈকতে গিয়ে শেষ হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেন।

অংশগ্রহণকারীদের শরীরে জলবায়ু ন্যায্যতার দাবিসংবলিত টি-শার্ট এবং নানা স্লোগানযুক্ত প্ল্যাকার্ড দেখা যায়।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ পদযাত্রার উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন বরগুনা জেলা টেলিভিশন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশের (তালতলী–আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, পরিবেশ ও উন্নয়নকর্মী এম. মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ এবং তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।

বক্তারা বলেন, “আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। উপকূলীয় অঞ্চলে সূর্যের তাপমাত্রা বেশি থাকায় সোলার প্রযুক্তি স্থাপন, সমুদ্র তীরের বাতাস ব্যবহার করে বায়ু বিদ্যুৎ উৎপাদন ও গ্রামীণ এলাকায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে হবে।”

তারা আরও বলেন, “সব ধরনের জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন