মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটা থেকে ইউএনও'র অপসারণ দাবি বিএনপি ভাইস চেয়ারম্যানের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
ইউএনও'র অপসারণ দাবি বিএনপি ভাইস চেয়ারম্যানের
expand
ইউএনও'র অপসারণ দাবি বিএনপি ভাইস চেয়ারম্যানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি'র মনোনয়নপত্র নিতে কালক্ষেপণ করায় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণ দাবি করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে তিনি রিটার্নিং কর্মকর্তা কার্যালয় গেলে দীর্ঘ সময় বসিয়ে রেখে কালক্ষেপন করেন। আধা ঘণ্টা পর বের হয়ে মনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছি, এসে দেখি ‍ ইউএনও ওয়াশরুমে যাওয়ার কথা বলে তার রুম ত্যাগ করেন। প্রায় আধা ঘন্টা পার হলেও তিনি তার কার্যালয়ে ফিরে আসেনি। তার ধারণা তিনি অন্য রাজনৈতিক নেতাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন তাই এমনটা করেছেন ইউএনও। এর পর বিএনপি'র দলীয় কার্যালয় গিয়ে নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলন করেন। সেখানেও ইউএনও ইশরাত জাহানের অপসারণ দাবি করা হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ নেয়া হয়েছে। পরে অনন্যা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পপরিস্থিতি সামাল দেয়া হয়।

বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনার বিষয় তিনি অবগত হয়েছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X