রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বিএনপির কাছে তৃণমূলের স্পষ্ট দাবি ‘ধানের শীষের প্রার্থী হবে টুকু’

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই আসনে তৃণমূল নেতাকর্মীদের দাবি ধানের শীষের প্রার্থী হতে হবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭টিতে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর বাদ রেখে মনোনয়ন ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এটা প্রাথমিক তালিকা পরবর্তীতে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

রবিবার সারাদিন সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব কথা শুনেছেন আমাদের এই প্রতিবেদক। তৃণমূলের নেতাকর্মীরা একবাক্যে জানান, টাঙ্গাইলের মাঠে বিএনপিকে পুনরুজ্জীবিত করতে হলে টুকুকে প্রার্থী ঘোষণা ছাড়া বিকল্প নেই। এসময় কথা হয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের শতাধিক নেতা-কর্মীর সাথে।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, সুলতান সালাউদ্দিন টুকু শুধু দলের কেন্দ্রীয় নেতা নন, তিনি টাঙ্গাইলের রাজনীতির প্রাণভোমরা। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি সবসময় মাঠে ছিলেন, নির্যাতনের ভয় উপেক্ষা করে নেতাকর্মীদের পাশে থেকেছেন।

তৃণমূলের ঐক্য টুকুর পক্ষে বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, আমরা টুকু ভাইয়ের হাত ধরে রাজনীতি করেছি। তিনি ত্যাগী, সাহসী ও জনগণের বন্ধু। তৃণমূল এখন ঐক্যবদ্ধভাবে চাইছে ধানের শীষের প্রার্থী হোন টুকু।

যুবদল নেতা জাহিদ হাসান মালা বলেন, টাঙ্গাইল সদর আসনে টুকু ভাই ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। তিনি মাঠে যেমন সক্রিয়, তেমনি সংগঠন গোছানোর ক্ষেত্রেও দক্ষ।

সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয়ভাবে যদি টুকু ভাইকে মনোনয়ন দেওয়া হয়, আমরা প্রাণপণ পরিশ্রম করব। ধানের শীষের জয় নিশ্চিত হবে।

জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ বলেন, “টুকু ভাই আমাদের অনুপ্রেরণা। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তাঁর হাতেই আমরা নতুন প্রজন্মের নেতৃত্ব দেখতে চাই।”

স্থানীয় ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, “আমরা টুকু ভাইকে চিনি ছোটবেলা থেকে। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। এমন নেতা যদি প্রার্থী হন, সাধারণ মানুষ ভোট দিতে মাঠে নামবে।”

কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তৃণমূলের নেতাকর্মীরা বলেন,“তৃণমূলের মতামতকে গুরুত্ব দিন। আমরা মাঠে যে পরিশ্রম করি, তার প্রতিদান হিসেবে আমাদের দাবি ধানের শীষের প্রার্থী হোন টুকু।”

তারা আরও বলেন,“এই আসনে তৃণমূল ঐক্যবদ্ধ, জনগণ প্রস্তুত। শুধু কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণার অপেক্ষা।”

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন,আমাদের দাবী একটাই সুকতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দিতে হবে। নাহলে টাঙ্গাইল জেলা বিএনপি অগাছালো হয়ে যাবে। জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য টুকু কেই চাই।

এবিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দল যে সিদ্ধান্ত নিবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। দল ত্যাগীদের মূল্যায়ন করবে বলে আশাবাদী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন