রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে তৃতীয় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার অভিযোগ

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
তৃতীয় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা
expand
তৃতীয় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় স্ত্রীর পরিকল্পনায় নিজের স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

‎এ ঘটনায় নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে নিহতের ৩য় স্ত্রী নাসরিন বেগমকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখপূর্বক আরোও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

‎নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩০)।সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।শহিদুল ইসলাম মির্জাপুরের গোড়াই নাজিরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

‎নিহতের বোন মামলার বাদী আলেয়া বেগম বলেন,তার ভাই শহিদুল নিজের ইচ্ছায় মোট ৩টি বিয়ে করেন।এক বছর পূর্বে ১নং আসামি নাসরিন বেগমের সাথে আমার ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়।শনিবার সকালে গাজীপুরের আমার ভাড়া বাসা হইতে আমার ভাইকে নাসরিন বেগম গোড়াই নাজিরপাড়া ভাড়া বাসায় নিয়ে আসেন।সেখানে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমার ভাই আমাকে ফোন দিয়ে বলেন,নাসরিন আমাকে মারার জন্য আমার পেছনে লোক লাগিয়েছে।ঠিক তখনই কে-বা কাঁহারা আমার ভাইেয়র ফোন কেঁড়ে নেয়।

এরপর আর আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।নাসরিন পরিকল্পিত ভাবে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে অন্যান্য আসামিদের নিয়ে বাসা থেকে ধরে নিয়ে একই এলাকার মোতালেব হোসেনের বাসার গলিতে নিয়ে গিয়ে লাঠি দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি মারতে থাকে।পরে আমার ভাইয়ের অবস্থা আশংকাজনক হলে তাকে উপজেলার কুমুদিনী হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরন করেন।নিহতের বোন আলেয়া আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন