রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার নতুন জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
সন্দ্বীপ কুমার সিংহ
expand
সন্দ্বীপ কুমার সিংহ

বরগুনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সন্দ্বীপ কুমার সিংহ। তিনি এর আগে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

শনিবার রাতে (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে সন্দ্বীপ কুমার সিংহ ২০২২ সালের ৩ জানুয়ারি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এই দুই কর্মকর্তাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা।

বরগুনা সহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন গতকাল শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে ৯টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন