শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে মাদক,জুয়া ও চুরি প্রতিরোধে সচেতনমূলক সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম
সচেতনতামূলক আলোচনা সভা
expand
সচেতনতামূলক আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইলে “মানব সেবায় আমরা”নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৬নভেম্বর'২০২৫)সন্ধ্যায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গণ অধিকার পরিষদ ও মানব সেবায় আমরা আহ্বায়ক জাকিরুল ইসলাম বাকি'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার আলম,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ইকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মানবিক সংগঠন "মানব সেবায় আমরা" এর সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগন এবং এলাকার সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে বক্তারা সমাজে মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় এলাকার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সমাজ উন্নয়নে সকলে ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন