শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
expand
স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলের মধুপুরে স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আনারস চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান এবং যুবদলের সাবেক সদস্য মনিরুজ্জামান আসিফসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে স্বপন ফকিরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা মধুপুরের বিএনপি নেতাকর্মীদের প্রতি অবিচার।

তারা বলেন, মধুপুরের প্রকৃত কর্মীরা এই মনোনয়ন মেনে নেবে না। আমরা চাই, মধুপুরের সন্তান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীকে দেখতে।

বক্তারা আরও বলেন, মধুপুরের আসন পুনরুদ্ধারের জন্য প্রয়োজন জনপ্রিয়, তৃণমূলনির্ভর প্রার্থী। অন্যথায় দলের ভেতরে বিভাজন দেখা দিতে পারে।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা স্বপন ফকিরের মনোনয়ন বাতিল এবং এডভোকেট মোহাম্মদ আলীকে পুনঃবিবেচনায় এনে প্রার্থী ঘোষণার দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন