

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের উমাচরণ মাতব্বর বাড়িতে আগুনে পুড়ে বসতঘর ছাই হয়ে যায়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পূর্ব সৈয়দপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়,ক্ষতিগ্রস্ত পিয়ালালের ঘর থেকে আগুনে সূত্রপাত হয়। কিন্তু কিভাবে আগুন লাগছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।পরে স্থানীয়দের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি জানাজানি হলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা চেষ্টা করেন।
খবর পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন। আসবাবপত্র ও ঘরসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বৈদ্যুতোর কারণে আগুনে সূত্রপাত হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন,সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল হোসেন।
মন্তব্য করুন