শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যায় স্বামী-স্ত্রীর ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন
expand
বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন

ময়মনসিংহে পরকীয়ার জেরে সহকর্মী পুলিশ সদস্যকে হত্যার মামলায় বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই দিন অন্য একটি হত্যা মামলায় আরও একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের দুটি পৃথক আদালতে আসামিদের উপস্থিতিতে এই দুটি রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভাবানীপুর এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহে চাকরিরত অবস্থায় স্থানীয় নারী নাসরিন নেলীর সঙ্গে পরকীয়ায় জড়ান। পরে নেলীকে বিয়ে করেন আলাউদ্দিন।

কিন্তু এ সম্পর্কের সূত্র ধরে আলাউদ্দিনের সহকর্মী পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও নেলীর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে সাইফুল ইসলামের বিরোধ তৈরি হয়। ২০১৪ সালের দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় সাইফুল ইসলামকে হত্যা করা হয়। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এ মামলার রায় ঘোষণা করেন। এতে আদালত আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন।

অন্যদিকে, তারাকান্দা থানায় ২০২২ সালে দায়ের হওয়া এক হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া ও একই মামলার আসামি দীন ইসলামকে দোষী সাব্যস্ত করে রায় দেন আরেকটি আদালত।

রুবেল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। একই মামলার আসামি দীন ইসলাম নরসিংদী জেলার রায়পুরা থানার আদিয়াবাদ দক্ষিণপাড়ার বাসিন্দা। আদালত রুবেল মিয়াকে ফাঁসির আদেশ ও দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এই মামলার রায় ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালতের বিচারক জয়নাব বেগম।

দুটি মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল। তিনি বলেন, “দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন