শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুস মুন্সি (৩২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইউনুস মুন্সি উপজেলার পাতাকাটা গ্রামের মো. ফজলুল হক মুন্সির ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বহেরাতলা এলাকায় বড় ভাই হানিফ মুন্সির নির্মাণাধীন ভবনে বাঁশের মাচা বাঁধার কাজ করছিলেন ইউনুস। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার হাতে থাকা বাঁশ বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাচা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক ডা. চঞ্চল গোলদার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা তাকে মৃত অবস্থায় পাই।”

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মো. শেখ হিলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন