

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৭ গ্রাম হেরোইনসহ (ট্রাক ড্রাইভার) মোঃ রবিউল ইসলাম (৫৫) ও (ট্রাক হেল্পার) মোঃ বাবুল শাহ্ (৬০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা। এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ'র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় জেলার সলংগা থানার ভেংড়ী সাকিনন্থ জনৈক সাইফুল ইসলামের ভাটার কয়লার দোকানের সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে একটি মাদক বিরোধী অভিযান অভিযান তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা (আরএমপি) থানার ১নং ওয়ার্ড(রাজশাহী সিটি কর্পোরেশন) কাঁঠালবাড়ীয়া(শাহাজীপাড়া) গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে (ট্রাক ড্রাইভার) মোঃ রবিউল ইসলাম (৫৫) ও গোদাগাড়ী থানার ৩নং ওয়ার্ড (গোদাগাড়ী পৌরসভা) মাদারিপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত সমিরুদ্দিন শাহ্'র ছেলে (ট্রাক হেল্পার) মোঃ বাবুল শাহ্ (৬০)।
র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার ৫ নভেম্বর রাত ১০ টা ৩০ মিনিটের সময় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলংগা থানার ভেংড়ী সাকিনন্থ জনৈক সাইফুল ইসলামের ভাটার কয়লার দোকানের সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, নগদ ৪,৭০০ টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন