

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ জেলার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে এক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে তাড়াইল থানা পুলিশের আয়োজনে কলেজের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আনোয়ার হোসেন,থানা সেকেন্ড অফিসার লুৎফর রহমান,বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী রবীন্দ্র সরকারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
কর্মশালায় নারী প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন,উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ওসি সাব্বির রহমান বলেন,আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের কল্যাণে কতটুকু কাজ করছি, তা ভেবে দেখা প্রয়োজন।
আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কারণে সমাজে মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ নানা অপরাধ বাড়ছে। এসব অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর।
তিনি আরও বলেন,তাড়াইল থানার দরজা সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা খোলা। যে কেউ যেকোনো সময় এসে অভিযোগ জানাতে পারবেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে নারীর প্রতি সহিংসতা,বাল্যবিবাহ,মাদক,জুয়া প্রতিরোধ করতে।
কর্মশালায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একটি পারিবারিক নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী-পুরুষ উভয়েই সমান মর্যাদা ও নিরাপত্তা ভোগ করবে। আমাদের শিক্ষার্থীদের সচেতন, মানবিক ও নৈতিকভাবে দৃঢ় হতে হবে—যাতে তারা নারীর প্রতি সম্মান দেখায় এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসে। নারীকে সম্মান করা মানে নিজের মা-বোনকে সম্মান করা।
তিনি আরও বলেন,এই ধরনের কর্মশালা তরুণ প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সবাই মিলে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে একসাথে কাজ করব।
মন্তব্য করুন