সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
মুন্সীগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: এনপিবি
expand
মুন্সীগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: এনপিবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ মজিবল (৪৪) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকালে রতনপুর আনসার ক্যাম্পসংলগ্ন খোকন ফরাজির ডোবায় চাদর মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাদর কেটে দেখতে পায় মরদেহটির হাত ও পা বাঁধা রয়েছে।

নিহত মজিবল বরিশাল জেলার হিজলা থানার চরকুশুরিয়া গ্রামের মো. মানাফ মাজির পুত্র। নিহতের বড় ছেলে মো. রাসেল লাশটি সনাক্ত করেন।

রাসেল জানান, আমার বাবা মুন্সীগঞ্জের বানিয়াবাড়ী এলাকায় একটি অটোগ্যারেজে গাড়ি রেখে চালাতেন। আমরা ঢাকায় থাকি। শুক্রবার রাতে গ্যারেজ মালিক মো. বাদল ফোন করে জানান বাবা অটো নিয়ে বের হয়েছেন, কিন্তু আর ফিরে আসেননি।

পরে আমি মুন্সীগঞ্জ এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। গ্যারেজ মালিকের সহায়তায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।

আমি জানতে পারি, বাবা রতনপুর এলাকার একটি কারখানায় নিয়মিত মালামাল পরিবহন করতেন। সেই সূত্রে আজ এখানে আসি। পরে শুনি, ডোবায় একজন পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে।

কাছে গিয়ে দেখি এটা আমার বাবার লাশ। বাবার অটো এখনো পাওয়া যায়নি, মোবাইল ফোনও বন্ধ। আমি বাবার হত্যার বিচার চাই।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ ভূঁইয়া বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দেখি চাদরে মোড়ানো একটি বস্তু ডোবায় ভাসছে।

কাপড় কেটে দেখি, হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ। পরে নিহতের ছেলে ও পরিবারের সদস্যরা এসে লাশটি সনাক্ত করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি আমরা তদন্ত করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন