সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান
expand
সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। দ্বীপজুড়ে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করা, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব কার্যক্রমে উদ্বুদ্ধ করা।

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চারটি পর্যটন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ারভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট। এসব প্রতিষ্ঠানকে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের জন্য মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের সময় দ্বীপের বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান থেকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়। জব্দকৃত এসব প্লাস্টিক সামগ্রী পরবর্তীতে ধ্বংস করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সেন্টমার্টিন দ্বীপ দেশের একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও পর্যটন এলাকা হওয়ায় এখানে পরিবেশ সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে পরিবেশ আইন অমান্য করলে জরিমানার পাশাপাশি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X