

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেয় সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নি:শর্ত ক্ষমা চাওয়া হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এর আদালত থেকে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন আইনজীবী কাদের খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে জবাব দেন নাছির উদ্দিন পাটোয়ারী।
উভয় প্রার্থীর প্রতিনিধি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং একই সাথে অঙ্গীকার করেন পরবর্তীতে আর আচরণবিধি লঙ্ঘন করবেন না। যার ফলে বিচারক তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এর আগে গত ১৪ জানুয়ারি (বুধবার) উল্লেখিত বিচারকের আদালত থেকে এই দুই প্রার্থীকে শো-কজ করেন। উভয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালান।
মন্তব্য করুন
