সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ৭২০ গুলিসহ ২ এয়ারগান উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
উদ্ধার করা এয়ারগান ও গুলি
expand
উদ্ধার করা এয়ারগান ও গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২০টি এয়ারগানের গুলি (প্যালেট) ও ২টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নত মানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০টি গুলি উদ্ধার করে।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব -৯ সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী আজ সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং এসব অস্ত্র মূলত আন্তজেলা ডাকাত দল ব্যবহার করে থাকে।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X