সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: যশোরে তারেক রহমান

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
তারেক রহমান
expand
তারেক রহমান

দোষারোপ আর পাল্টা সমালোচনার রাজনীতি দিয়ে মানুষের জীবন বদলায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি, আর রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে যশোর জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, দেশে আফিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে এককভাবে একটি দলের পক্ষে এই বিশাল দায়িত্ব বহন করা কঠিন। এজন্য জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব সামাজিক সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য কৃষিকার্ড, শহর ও গ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে শহীদ জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। নারী শিক্ষায় বেগম জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিএনপি নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X