সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার থেকেও বেশি জনসমাগম হবে বরিশালে: মেজর হাফিজ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
বরিশাল ক্লাবে আয়োজিত সভা
expand
বরিশাল ক্লাবে আয়োজিত সভা

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের আগমন উপলক্ষে বরিশালে বিভাগীয় পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা আসন্ন বিভাগীয় মহাসমাবেশকে অতীতের সব আয়োজন ছাপিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। তাঁর ভাষায়, জনগণের আন্দোলন ও ঐক্যের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে।

তিনি বলেন, গত দেড় দশকে একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামীর নির্বাচনে জনগণ তাদের সেই অধিকার পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বরিশাল বিভাগ বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চল।

আগামী ২৬ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠেয় বিভাগীয় মহাসমাবেশে বিভাগের সব জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে। তাঁর প্রত্যাশা, এ সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়ে নতুন রাজনৈতিক বার্তা দেবে। তিনি মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে ঢাকার ৩শত ফিটে জনসমাগম থেকেও বেশি লোক হবে বরিশালে।

সভায় বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলার নেতাকর্মী, ২১টি সংসদীয় আসনের মধ্যে ২০টি আসনের বিএনপির প্রার্থীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। সভায় বক্তব্য দেন বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X