সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যক্ত মাঠ থেকে খোরশেদ আলম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধরাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ।

রবিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার ধলাপাড়া কমিউনিটি ক্লিনিকের পিছনের পরিত্যক্ত মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের হারুন মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম খোরশেদ আলম। তিনি রবিবার সকাল ১০ টার দিকে ওই ক্লিনিকের পিছনে শুয়ে ছিলো। পরে বিকাল ৪ টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় পাঠায়। স্থানীয়দের ধারণা সে প্রচুর মাদক সেবন করতো।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ জানান, বিকালে ধলাপাড়া বাজারের স্থানীয়রা জানালে আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ সুরতহাল করার জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X