সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিল থেকে হাত-পা, মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
মরদেহ উদ্ধার
expand
মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচদিন পর বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রী সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুরাইয়া জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বপন খানের কন্যা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৩ জানুয়ারি নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় জিডি করেন। এরপর আজ রবিবার সকালে এলাকাবাসী জন্তিহার ও পার্শ্ববর্তী বিল নলুয়া গ্রাম সংলগ্ন বিলের মধ্যে ভাসতে দেখে সুরাইয়ার মরদেহ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আকনজি বলেন, নিখোঁজের পাঁচদিন পরে স্কুল ছাত্রীর হাত-পা, মুখ বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের পরে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X