সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আরো এক প্রার্থী

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
মোসলেম উদ্দিন ফরিদ
expand
মোসলেম উদ্দিন ফরিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর ইসির সিদ্ধান্তে তিনি বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পান।

এর আগে ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল। পরে ঋণ পরিশোধের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে ওই অভিযোগ নিষ্পত্তি হয়। এরপর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ ওঠায় আলাদা শুনানি গ্রহণ করে ইসি। ১৭ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও একদিন পিছিয়ে রোববার তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যশোর-২ আসনে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তারা বলেন, সব ষড়যন্ত্রের অবসান ঘটেছে এবং যশোর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

বর্তমানে যশোর-২ সংসদীয় আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন—বিএনপি মনোনীত সাবিরা সুলতানা, জামায়াতে ইসলামীর ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাসদের ইমরান খান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রিপন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. শামছুল হক এবং স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X