রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে ভোট সচেতনতা ক্যারাভান অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
চুনারুঘাটে ভোট সচেতনতা ক্যারাভান অনুষ্ঠিত
expand
চুনারুঘাটে ভোট সচেতনতা ক্যারাভান অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভোট সচেতনতা ‘ক্যারাভান’ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত লালচাঁন্দ ও চণ্ডীছড়া চা বাগান, চুনারুঘাট মধ্য বাজার ও উত্তর বাজারে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

লালচাঁন্দ ও চণ্ডীছড়া চা বাগানের প্রায় ৩০০ চা শ্রমিক, বাগান ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরে চুনারুঘাট পৌরসভার মধ্যবাজার ও উত্তর বাজারের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে প্রদর্শন চালানো হয়, যেখানে শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

প্রদর্শনের সময় উপস্থিত জনসাধারণ তাদের মতামত ‘জনমত বক্সে’ লিখিতভাবে জমা দেন। আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম ভোট ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X