শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন(৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
expand
হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন(৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন(৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকালে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়ালে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টি কটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয় তাই ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগম পূর্ণ এলাকা কিনা তিনি নিশ্চিৎ করতে পারেননি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম বলেন বলেন, আমি গতকাল শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার এলাকাতো জনসমাগম পূর্ন এলাকা। এই কারণে তিনি চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X