শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
পটুয়াখালী-৩

দশমিনা–গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
বিলুপ্তি কমিটি তালিকা
expand
বিলুপ্তি কমিটি তালিকা

পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বিলুপ্তি অবিলম্বে কার্যকর হয়েছে। নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্তকে সাংগঠনিক দুর্বলতা ও অভ্যন্তরীণ বিভাজন মোকাবিলায় কেন্দ্রের কড়া বার্তা হিসেবে দেখছেন দল সংশ্লিষ্টরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার (১৭ জানুয়ারি) এই সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হলো।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে বিশ্বস্ত নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে দল।

নির্বাচনকেন্দ্রিক বাস্তবতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচন করছেন। তবে স্থানীয় বিএনপির একটি অংশ শুরু থেকেই তাঁর পক্ষে মাঠে সক্রিয় নয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক বিএনপি নেতার ভাষ্য, দল থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের প্রতি তৃণমূলের একটি অংশের সমর্থন রয়েছে। ফলে জোট প্রার্থীর পক্ষে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ প্রচার ও মাঠপর্যায়ের কার্যক্রম গড়ে ওঠেনি। এ অবস্থায় উপজেলা কমিটির একাংশের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।

দলীয় সূত্র বলছে, এই দ্বিমুখী অবস্থান নির্বাচনী কৌশলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে উপকূলীয় এই আসনে ভোটের সমীকরণ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সংগঠনের ভেতরের বিভাজন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত শুধু দলীয় পদক্ষেপ নয়; বরং নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ‘লাইনচ্যুত’ নেতাকর্মীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। নতুন কমিটির মাধ্যমে মাঠপর্যায়ে জোট প্রার্থীর পক্ষে কার্যকর প্রচার নিশ্চিত করাই এখন কেন্দ্রের প্রধান লক্ষ্য।

কমিটি বিলুপ্তির খবরে দশমিনা ও গলাচিপা উপজেলায় বিএনপির ভেতরে নতুন করে আলোচনা ও পুনর্গঠনের তৎপরতা শুরু হয়েছে। দলটির একাংশ মনে করছে, দ্রুত নতুন নেতৃত্ব গঠন করতে না পারলে নির্বাচনী মাঠে এর প্রভাব আরও নেতিবাচক হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X