শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল কর্মী হত্যা: দম্পতি আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে প্রধান আসামি মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোশারফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাসহ অজ্ঞাত আরও ৪–৫ জনের বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X