শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিন দিন মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর ও আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বারদি-ধন্দি সড়কের পাশে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এতে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংগের উৎপাত বেড়ে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা অবিলম্বে সোনারগাঁকে মাদকমুক্ত দেখতে চাই।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X