শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষ, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল
expand
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল

নোয়াখালী জেলার মাইজদী শহরে একটি মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যুবক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকও গুরুতর আহত হয়েছেন।

নিহত যুবকরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৩) এবং একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় সোয়া ১টার দিকে, সদর উপজেলার ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনের চার লেনের সড়কে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং পুলিশের তথ্য অনুসারে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে অভি এবং হৃদয় তাদের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাইজদী থেকে চৌমুহনীগামী সড়কে ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে, মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান হঠাৎ ইউ-টার্ন নেয়। এতে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সরাসরি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের দুই আরোহী এবং পিকআপের চালক গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অভি দেব নাথকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, পিকআপের অজ্ঞাতপরিচয় চালক এবং হৃদয়কে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল ৭টায় হৃদয়কে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল এবং পিকআপ ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X