

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় দিকে দেশটির সৌদি আরবের ইয়াম্বো শহরে এ ঘটনা ঘটে।
স্বপ্ন পূরণের আশায় এক বছর আগে সৌদি আরবের পাড়ি জমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা মিজানুর রহমান আলমগীর শরীফের বড় ছেলে মোঃ মিজানুর রহমান (৩০)।
রোববার তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারের মাঝে শোকের মাতম শুরু হয়। পরিবারে যেন কান্না থামছেই না। নিহত মিজানুর রহমানের সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা সালাম শরীফ বলেন জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব যান এবং সেখানে I-Man Co নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের ইয়াম্বো শহরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, “মিজানুর রহমান ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
নিহত মিজানুর রহমান স্ত্রী, সাড়ে তিন বছরের এক কন্যা, দুই ভাই ও তিন বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বামীর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশুকন্যা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য করুন
