রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা-২ আসনে মনোনয়নপত্র বাতিল ৪, বৈধ ৮

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি : এনপিবি
expand
ছবি : এনপিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ এর মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষ হয়েছে। এসময় ঋণ খেলাপি, মামলা ও তথ্য গোপনের কারণে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়ে।

এছাড়া ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার। শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত যাছাই বাছাইয়ের পরে একথা জানান তিনি।

বাতিল প্রার্থীরা হলো, আম জনতার পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী মাওলানা শামীম, মো. রাশেদুজ্জামান।

বৈধ প্রার্থীরা হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এর মনোনীত প্রার্থী মো. সাব্বির আহমেদ, জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সৈয়দ মো. নাজেস আফরোজ, বাংলাদেশ জাতীয় পাটি এর মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম লিটন।

জানা গেছে, ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলফনামা জমা না দেয়ার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়াও মাওলানা শামীম আহমেদ এর বাংলাদেশী ভোটার তালিকায় নাম ছিলো না।

মনোনয়ন পত্র বাছাই শেষে প্রার্থী ও উপস্থিত কর্মী সমর্থকদের নির্বাচনী আচরণ বিধির উপর গুরুত্ব আরোপ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X