রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের ৩টি সংসদীয় আসনের ১০ জনের বৈধ, ৫ জনের বাতিল

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে তিনটি সংসদীয় আসনের ১০ জনের মনোনয়ন বৈধ, পাঁচজনের বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ ঘোষণা করেন।

শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির মাহমুদুল হক মনির ও মোঃ ইলিয়াস উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শফিকুল ইসলামসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাতীয় পার্টির মাহমুদুল হক মনির দলীয় মনোনয়ন থাকলেও ঋণ খেলাপির কারণে বাতিল করা হয়। অপরদিকে মোঃ ইলিয়াস উদ্দিনের দলীয় মনোনয়ন না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) বাতিলের আবেদনের কপি জমা দিলেও আবেদন গৃহিত হওয়ার প্রমাণপত্র না থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। বিকেল ৫টার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া ইলিয়াস খান বিএনপির দলীয় মনোনয়ন না দেখাতে পারায় এবং জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলাল ঋণখেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি ও জামায়াতসহ চার প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, নির্বাচনে ১৬জন প্রার্থীর মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের বাতিল ও দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় একজনের আপাতত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X