

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-৩ আসনে আয়কর রিটার্ন জমা না দেওয়ায় ইসলামি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা৷
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসকের সভাকক্ষে এ মনোনয়ন বাতিল ঘোষনা করেছেন৷
সভাকক্ষে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়বাদি দল (বিএনপি) ভাইস চয়ারম্যান বরকম উল্যাহ ভুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, মোহাম্মদ সিরাজ মিয়া জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস মোরশেদ আলম, বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা৷
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নুর উদ্দিন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ, রাজিব উদ্দৌলা চৌধুরীকে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা৷ এতে মোট ৭টির মধ্যে ৪টি বৈধ এবং ৩টি বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
মন্তব্য করুন
