

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার নাজিরপুর জোলারকান্দি এলাকায় নাজিরপুর–নাটোর আঞ্চলিক সড়কে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি পাওয়ার ট্রলি, যাত্রীবাহী অটোরিকশা এবং মাছবাহী একটি গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের আশঙ্কাজনক অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামের আফসার আলী (৭০) এবং একই এলাকার মো. হায়দার আলী (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় সড়কে ঘন কুয়াশা থাকায় চালকদের দৃষ্টিসীমা কম ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
