রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল-দেলওয়ারের মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম
মির্জা ফখরুল ও দেলওয়ার হোসেন
expand
মির্জা ফখরুল ও দেলওয়ার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোট ২১ জন প্রার্থী। এর মধ্যে ঠাকুরগাঁও- ১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জন, এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন।

এদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত মনোনীত পার্থী দেলওয়ার হোসেন সহ ইসলামী আন্দোলনের পার্থী খাদেমুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও-২ আসনে মোট ৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন এর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে মোট ৬ জনের। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, ডা. মোঃ আব্দুস সলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক এমপি জুলফিকার মর্তুজা চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, মোঃ আব্দুল হাকিম। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি, মোঃ ফারুক হাসান ও জাতীয় পার্টির প্রার্থী, নূরুন নাহার বেগম এবং এবি পার্টির প্রার্থী মোঃ নাহিদ-রানার মনোনয়ন বৈধ ঘোষণ করা হয়েছে।

আর মনোনয়ন স্থগিত করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী সাহাবউদ্দিন আহাম্মেদের।

আর ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী, এস এম খলিলুর রহমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোঃ জাহিদুর রহমান ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী, প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আল আমিন, এবং বিএমজেপির প্রার্থী কমলা কান্ত রায় সহ বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন।

আর স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আশা মনির মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ মনোনয়ন নিয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এবার নির্বাচনে একটি সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আসা ব্যক্ত করেন প্রার্থীরা। সেই সাথে তারা লাভিং প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X