

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরে সংসদীয় দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ ৫ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বািচনের মেহেরপুরের দুটি আসনের মধ্যে মেহেরপুর-১ আসনে দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) এ তথ্য দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড.সৈয়দ এনামুল কবীর।মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন–বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা আমিরুল ইসলাম, রোমানা আহামেদ, এনসিপির ইঞ্জিনিয়ার সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী মহাবুল ইসলাম মবু।
বৈধতা ঘোষণা করা হয়েছে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন, জামায়াতে ইসলামীর মাওলানা তাজ উদ্দিন খান, জাতীয় পার্টির আব্দুল হামিদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মিজানুর।
এদিকে মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর মনোনীত নাজমুল হুদা ও জাতাীয় পার্টির মনোনীত আব্দুল বাকীর প্রার্থীতা বিকাল পাঁচটার সময় জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ মেহেরপুর ১ ও ২ সংসদীয় আসনে নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু আজ শনিবার সকাল ১১ টার সময় শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা রিটারিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সহকারি রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মেহেরপুর ১ আসনের মনোনয়ন বাতিল হওয়ার কারন হিসেবে জেলা রিটার্ন কর্মকতা জানান, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. কামরুল হাসান, হলফ নামায় মামলার তথ্য না থাকা, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ দলীয় মনোনয়ন ও অঙ্গীকারনামা না দেওয়ায় বাতিল ঘোষনা করেন। অন্যদিকে মুজিবনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলামের দলীয় মনোনয়ন ও অঙ্গীকারনামা না থাকায় বাতিল ঘোষনা করা হয়।
সতন্ত্র প্রার্থী মাহাবুব রহমানের ভোটারের সমর্থন, হলফনামা ও আয়কর গরমিল ও মামলার তথ্য গোপন করায় বাতিল করা হয়।
এনসিপির প্রার্থী সোহেল রানার ২০ নং স্বাক্ষর না থাকা ও হলফনামায় আয়করের তথ্য ভুল হওয়ায় বাতিল বলে ঘোষনা করেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদের মনোননয় পত্রে ভোটার তালিকা উল্লেখ না থাকা, টিন সনদ না দেওয়া, স্বামীর নাম সঠিক দেয়নি, হলফনামায় মামলার তথ্য গোপন, প্রস্তাবকারীর তথ্য অসম্পূর্ণ ও দলীয় মনোনয়ন ও অঙ্গীকারনামা না দেওয়ায় বাতিল করা হয় বলে জানান।
উল্লেখ্য, মেহেরপুর-১ ও ২ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছিলো।
মন্তব্য করুন
