

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ ও তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মো. আবদুল মালেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা৷
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসকের সভাকক্ষে এ মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন৷
এসময় নোয়াখালী-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম সহ মোট ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ২ জন স্বতন্ত্র সহ ৩ জনের প্রার্থীতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা৷
এসময় জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ ও তার বাবা বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম মো. আবদুল মালেক মনোনয়নপত্র বাচাই সভাকক্ষে উপস্থিত ছিলেন৷
বাচাই শেষে হান্নান মাসুদ হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন বৃহত্তর নোয়াখালীর মধ্যে দুর্গম অঞ্চল হাতিয়া সেখানে অতিরিক্ত ফোর্স রাখতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে৷ তবে, তার বাবা আব্দুল মালেক এসময় কোন মন্তব্য করেননি৷
মন্তব্য করুন
