রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির সেই প্রার্থী রায়হানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
জাতীয় পার্টির সেই প্রার্থী রায়হান
expand
জাতীয় পার্টির সেই প্রার্থী রায়হান

১০ টাকায় ইলিশ মাছ ও ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আশা সেই জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার (০৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ফরিদপুর-৪ জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের দাখিলকৃত মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।

এ প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন, মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের জনগণের অধিকার, উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই। আমি সকল নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে রায়হান ব্যাপক আলোচনায় আসেন।

পাশাপাশি নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে মহিলা ও স্থানীয় কয়েক শতাধিক জনগণকে নিয়ে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজে মাথায় করে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনার ফলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ জনমনে ব্যাপক সাড়া ফেলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X