

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে
কুমিল্লার বাগমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সংঘটিত ওই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক বিভাজনের (আইল্যান্ড) ওপর উঠে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ এই নেতা।
বাসে থাকা আহত শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, "হঠাৎ বিকট শব্দে বাসটি আইল্যান্ডের ওপর উঠে যায় এবং আমরা সবাই ছিটকে পড়ি। মুহূর্তের মধ্যেই সব লণ্ডভণ্ড হয়ে যায়।"
জামাল উদ্দিনের মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পাওয়ার পর গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।
মন্তব্য করুন
