

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। অভিযানে একটি পাথরবোঝাই ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বিজিবি টহলদলকে দেখে রাস্তা পরিবর্তনের চেষ্টা করলে ধাওয়া দিয়ে ট্রাকটি ইব্রাহিমপুর এলাকা থেকে আটক করা হয়।
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চার ফুট পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের শাড়ি ৩৬৯ পিস, লেহেঙ্গা ৮৩ পিস, জিরা ৫৭০ কেজি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ১৭ হাজার ৯৫২ পিস উদ্ধার করা হয়। এছাড়াও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
