

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু ছদ্মবেশে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছেন—এমন অভিযোগে শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, সরাসরি আওয়ামী লীগের ব্যানারে না দাঁড়িয়ে ‘জনতার দল’ নামে একটি সংগঠনের পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন তিনি।
গত ২৮ ডিসেম্বর শার্শা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি মিন্নু।
স্থানীয়দের দাবি, ফ্যাসিবাদী আমলে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি কিছুদিন আত্মগোপনেও ছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি—এমন অভিযোগ উঠেছে।
এদিকে, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে যশোর-১ (শার্শা) আসনে ১১ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সেই তালিকায় ‘জনতার দল’-এর প্রার্থী হিসেবে আলোচিত আব্দুল মান্নান মিন্নুর নাম নেই বলে নিশ্চিত করেছেন শার্শা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদ।
মন্তব্য করুন
