

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া) আসনে বিএনপির দুই প্রার্থী হিসেবে বাবা–ছেলে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এবং তার ছেলে ফারহান সাজিদ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
ফারহান সাজিদ বাঘারপাড়া উপজেলা বিএনপির সদস্য। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। অন্যদিকে, ফারহান সাজিদের সঙ্গে ছিলেন তার মা ও উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএফএম আসলাম হোসেন এবং উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা।
এদিকে, একই আসনে রোববার (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রসুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। পিতা–পুত্রের একযোগে প্রার্থী হওয়ায় যশোর-৪ আসনে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
