

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়া সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন।
গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর-এর উত্তরা পূর্ব থানা শাখার সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় তা গ্রহণ করা হয়নি।
জানা যায়, ব্যাংকে জামানতের টাকা জমা, হলফনামা প্রস্তুতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে বিলম্ব হওয়ায় তিনি নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সময়সীমা অতিক্রম করায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম বলেন, ব্যাংকে টাকা জমা ও হলফনামাসহ মনোনয়নপত্রের প্রক্রিয়া শেষ করতে সময় লেগে যাওয়ায় নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে যান। তবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
মন্তব্য করুন
