

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনের ৮ উপজেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টি, বাসদ, স্বতন্ত্রসহ অর্ধশতাধিক প্রার্থী।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের প্রার্থী আবু হানিফ খান সজীব।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মুহাম্মদ আশরাফ আলী, বিএনপির মোহাম্মদ আলী সরকার ও জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল। রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরশন) আসনে বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস, বাসদের (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) রিটা রহমান ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জাহিদ হোসেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপি’র গোলাম রব্বানী, জামায়াতের গোলাম রব্বানী, জাতীয় পার্টির ফখর-উজ-জামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের মুহাম্মদ গোলজার হোসেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপি’র সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. নুরুল আমিন, ইসলামী আন্দোলনের মুহাম্মদ সুলতান মাহমুদ, জাতীয় পার্টির নুরে আলম যাদু মিয়া।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ উপজেলাগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল হয়েছে। রাতে উপজেলাগুলো থেকে তথ্য আসলে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তার সঠিক হিসেব জানা যাবে। তবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়পত্র সংগ্রহ করেছিলেন।
মন্তব্য করুন
