মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপির ৩ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
মেহেরপুরে বিএনপির ৩ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
expand
মেহেরপুরে বিএনপির ৩ বিদ্রোহীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনে মাওলানা তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সোহেল রানা।

আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।

এছাড়াও জাতীয় পার্টির পক্ষ থেকে মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ আসনে আব্দুল বাকী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহবুব রহমানও মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X