মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর ৬ আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
রাজশাহীর ৬ আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা
expand
রাজশাহীর ৬ আসনে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ দিন ছিল।

এ দিন বেশিরভাগ প্রার্থী উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। কিছু কিছু প্রার্থী উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বেশ জনসমাগম তৈরি করেন।

জেলা শিক্ষার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনী সেল থেকে জানা গেছে, ছয়টি আসনে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এদের মধ্যে ৩৮ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X